
চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নাশকতার অভিযোগে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আধুনগর স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিশকাতুর রহমান বিতু (২৭) আধুনগর ইউনিয়নের আখতারিয়া পাড়ার খোরশেদ আলমের ছেলে। তিনি লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের উপ-অর্থবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।
লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার জাহেদ হোসেন জানান, মিশকাতুর রহমান বিতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নাশকতার ঘটনায় দায়ের করা মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।