শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

চট্টগ্রাম-৯ আসনে এবি পার্টির ছিদ্দিকুর রহমানের মনোনয়নপত্র সংগ্রহ

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৩ ডিসেম্বর ২০২৫ | ৬:২৭ অপরাহ্ন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (বাকলিয়া-কোতোয়ালী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিদ্দিকুর রহমান।

মঙ্গলবার দুপুরে তাঁর পক্ষে সোনালী ব্যাংকে চালানের মাধ্যমে নির্ধারিত অর্থ জমা দিয়ে নির্বাচন কমিশন কার্যালয় থেকে এই ফরম সংগ্রহ করা হয়।

ছিদ্দিকুর রহমানের পক্ষে মনোনয়ন ফরমটি সংগ্রহ করেন এবি যুব পার্টির চট্টগ্রাম মহানগর নেতা ও রোটারিয়ান ওমর ফারুক। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এবি পার্টির বাকলিয়া থানার সহ-সমন্বয়ক মোহাম্মদ আকবর (আজগর)।

বাকলিয়া, চকবাজার, কোতোয়ালী ও ডবলমুরিং থানার আংশিক এলাকা নিয়ে গঠিত জাতীয় সংসদের ২৮৬ নম্বর এই আসনটি চট্টগ্রামের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

মনোনয়নপত্র সংগ্রহের পর ওমর ফারুক বলেন, বাংলাদেশ ২.০ গঠনে তরুণ নেতৃত্বের বিকল্প নেই। এই আসন থেকে যারা ইতোমধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, তাদের রাজনৈতিক ভূমিকা ও সক্ষমতা সম্পর্কে চট্টগ্রামবাসী অবগত আছেন। বাকলিয়া ও কোতোয়ালী চট্টগ্রামের কেন্দ্রবিন্দু হওয়ায় এই এলাকার টেকসই ও বাস্তব উন্নয়নের জন্য ছিদ্দিকুর রহমানকেই সময়োপযোগী নেতৃত্ব বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ছিদ্দিকুর রহমান চট্টগ্রামের সার্বিক উন্নয়নে ইতোমধ্যে পাঁচ দফা প্রস্তাব উপস্থাপন করেছেন, যা নগরবাসীর কাছে পরিচিতি পেয়েছে। এই প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে চট্টগ্রাম মহানগর উন্নত শহরগুলোর কাতারে স্থান পাবে।

এবি পার্টির এই নেতা আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচনে ছিদ্দিকুর রহমান শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হবেন এবং তাদের প্রতীক ‘ঈগল’ তরুণ প্রজন্মের পছন্দের প্রতীকে পরিণত হবে।