শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

রাউজানে বাইরে থেকে দরজা আটকে বাড়িতে আগুন, রক্ষা পেলেন ৯ জন

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৩ ডিসেম্বর ২০২৫ | ৭:০৫ অপরাহ্ন


চট্টগ্রামের রাউজানে আবারও বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা বাইরে থেকে দরজার শিকল আটকে আগুন ধরিয়ে দেওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন দুই পরিবারের ৯ জন সদস্য।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, গভীর রাতে এক গৃহবধূ পোড়া তেলের (কেরোসিন) তীব্র গন্ধ পান। এরপরই তিনি দেখতে পান তাদের দুটি ঘরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। তাঁর চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ঘুম থেকে জেগে ওঠেন। প্রাণভয়ে তাড়াহুড়ো করে বের হওয়ার চেষ্টা করলে তারা দেখতে পান, বাইরে থেকে দরজা হুক দিয়ে আটকে দেওয়া হয়েছে। পরে ঘরের ভেতর থেকে দা দিয়ে দরজা ভেঙে দুই পরিবারের ৯ সদস্য কোনো রকমে বাইরে বের হয়ে প্রাণে বাঁচেন।

আগুনে ওই এলাকার প্রবাসী সুখ শীল ও দিনমজুর অনিল শীলের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে সব পুড়ে শেষ হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুনে তাদের আসবাবপত্র ও মালামালসহ প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তীব্র শীতে এখন খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটছে ক্ষতিগ্রস্তদের।

খবর পেয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রাহাতুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা।

এ সময় স্থানীয় নেতাদের মধ্যে উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত মির্জা উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে ২৫ কেজি করে চাল, নগদ ৫ হাজার টাকা ও কম্বল সহায়তা দেওয়া হয় এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেওয়া হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যেসব জায়গায় আগুন দেওয়া হচ্ছে, সেগুলো তুলনামূলক নির্জন এলাকা। আমরা দুর্বৃত্তদের শনাক্ত করার জন্য জোর চেষ্টা চালাচ্ছি।