শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চট্টগ্রাম-১১ আসনে বাসদের আল কাদেরী জয়ের মনোনয়ন সংগ্রহ

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৪ ডিসেম্বর ২০২৫ | ৭:৪৬ অপরাহ্ন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়। বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলার সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

বুধবার বিকেলে নগরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি দলীয় প্রতীক ‘মই’ মার্কায় নির্বাচন করার জন্য এই ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্রনেতা ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, বাংলাদেশ এক গভীর সংকটে নিমজ্জিত। তফসিল ঘোষণার পরদিন একজন প্রার্থী গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। দেশের প্রথম সারির গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টারে অগ্নিসংযোগ এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ও উদীচীতে ভাঙচুর চালানো হয়েছে। এছাড়া শিশু আয়েশা ও শ্রমিক দীপু চন্দ্র দাসকে বর্বরভাবে পুড়িয়ে মারা হয়েছে। প্রতিদিনই মানুষ খুন হচ্ছে এবং ‘মব সন্ত্রাস’ চলছে।

আল কাদেরী জয় অভিযোগ করেন, আগের সব সরকারের মতো বর্তমান অন্তর্বর্তী সরকারও সারা দেশের লাখ লাখ শ্রমজীবী মেহনতি মানুষের জীবন-জীবিকাকে হুমকির মুখে ফেলেছে। বৈষম্য বিলোপের কথা বলে তারা ক্ষমতায় এলেও দেশে ধনী-গরিবের বৈষম্য আরও স্পষ্ট হয়েছে। সারা দেশে মব আর অগ্নিসন্ত্রাসে মানুষ মারা যাচ্ছে এবং সাধারণ জনগণ চরম নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন। এমনকি নির্বাচনের প্রার্থীরাও শঙ্কামুক্ত নন বলে মন্তব্য করেন তিনি।

নির্বাচনের পরিবেশ নিয়ে বাসদ নেতা বলেন, এমন একটি সংঘাতময় পরিস্থিতিতে প্রথমেই গণতান্ত্রিক ও নিরাপদ পরিবেশ সৃষ্টি করা জরুরি। নির্বাচনে কালো টাকা, পেশিশক্তি ও ধর্মের রাজনৈতিক ব্যবহার যদি বন্ধ করা যায় এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে সুষ্ঠু ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, তাহলে আমরা নির্বাচনে ভালো ফলাফল আশা করি।

মনোনয়ন ফরম সংগ্রহের সময় আল কাদেরী জয়ের সঙ্গে উপস্থিত ছিলেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার সদস্য হেলাল উদ্দিন কবির, আহমদ জসিম, নাজিম উদ্দীন বাপ্পি, ইজিবাইক সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলা সদস্য সচিব মো. মনির হোসেন, মো. মাসুদ, অ্যাডভোকেট মাহমুদুল হাসান, অ্যাডভোকেট নাজমুল হোসেন এবং মহিলা ফোরাম চট্টগ্রাম জেলা শাখার সদস্য সুপ্রীতি বড়ুয়াসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।