শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

মন্দিরের অনুষ্ঠান শেষে ফেরা হলো না লিলু রানীর

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৪ ডিসেম্বর ২০২৫ | ৮:৩৪ অপরাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়িতে মন্দিরের পূজা শেষে বাড়ি ফেরার পথে ইজিবাইক উল্টে লিলু রানী শীল নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বুধবার দুপুরে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের নেপচুন চা বাগানের ৭ নম্বর সেকশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিলু রানী শীল উপজেলার দাঁতমারা ইউনিয়নের তারাঁখো দক্ষিণ হিন্দুপাড়ার মিলন শীলের স্ত্রী। আহতরা হলেন একই এলাকার মিনু দে ও অনিমা দে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ইস্পাহানী গ্রুপের মালিকানাধীন নেপচুন চা-বাগানের বৈরাগী আশ্রম মন্দিরে এক শিশুর অন্নপ্রাশন অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই লিলু রানী শীলের মৃত্যু হয়। স্থানীয়রা আহত অবস্থায় মিনু দে ও অনিমা দে-কে উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মনোজ চৌধুরী জানান, আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে মিনু দে-কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অনিমা দে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। তিনি জানান, ঘটনাস্থলে একজনের মৃত্যু হলেও মরদেহ হাসপাতালে আনা হয়নি।