
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে অবশেষে দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৬ মিনিটে তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে তারেক রহমানের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। সিলেটে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন। সূচি অনুযায়ী, আজ বেলা ১১টা ৫০ মিনিটে ফ্লাইটটির ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
এর আগে বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টা) লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওয়ানা হন তারেক রহমান। এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দলের নেতাকর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। বিএনপির নেতা-কর্মীরা এই দিনটিকে ১৭ বছরের নির্বাসিত জীবন থেকে ফিরে আসার গল্পের পাশাপাশি নতুন রাজনীতি ও নতুন করে পথচলার সংকল্প হিসেবে দেখছেন।
এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমনের খবরে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তারেক রহমানকে স্বাগত জানাতে সকাল থেকেই রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় গণসংবর্ধনাস্থলে জড়ো হতে শুরু করেছেন হাজারো নেতাকর্মী। বিমানবন্দর থেকে তিনি সরাসরি সেখানে গিয়ে সমাবেশে যোগ দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।