শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

‘আই হ্যাভ এ প্ল্যান’, দেশে ফিরে বললেন তারেক রহমান

নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক দিলেন তারেক রহমান, ৩০০ ফুটে জনসমুদ্র
একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৫ ডিসেম্বর ২০২৫ | ৪:২০ অপরাহ্ন


দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেই শান্তি ও শৃঙ্খলার ডাক দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পূর্বাচলে আয়োজিত গণসংবর্ধনা মঞ্চে দাঁড়িয়ে তিনি স্পষ্ট করে বললেন, যেকোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে হবে এবং কারও উসকানিতে পা দেওয়া যাবে না। তিনি বলেন, আমি আপনাদের সামনে বলতে চাই—‘আই হ্যাভ এ প্ল্যান’। আমি এই প্ল্যান বাস্তবায়ন করতে চাই।

এর আগে বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে লন্ডন থেকে ঢাকায় পৌঁছান তারেক রহমান। সিলেটে যাত্রাবিরতি শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বিমানবন্দরে নেমেই তিনি বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

বিমানবন্দর থেকে সরাসরি ৩০০ ফুট সড়কে (জুলাই এক্সপ্রেসওয়ে) আয়োজিত গণসংবর্ধনা মঞ্চে উপস্থিত হন তারেক রহমান। বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তিনি সমবেত জনতা ও দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেন। বক্তব্যের শুরুতেই তিনি মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, প্রথমেই রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। মহান রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি। আমাদের প্রিয় মাতৃভূমি লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল।

একটি গণতান্ত্রিক ও অর্থনৈতিক ভিত্তির ওপর দেশকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আজ আমাদের সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার। সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যা একজন মা দেখেন। অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে পারে ও ঘরে ফিরে আসতে পারে। বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায় এবং যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার চায়।

দলীয় নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, আমরা শান্তি চাই। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনোভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে দেওয়া যাবে না।

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠানস্থলে ভোর থেকেই বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হতে থাকেন। রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে শুরু করে ৩০০ ফুট সড়কের দুই পাশে বিভিন্ন রঙের ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করে তাঁকে স্বাগত জানানো হয়। নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। সরেজমিনে দেখা যায়, গণসংবর্ধনার মঞ্চে ১৯টি চেয়ার রাখা ছিল এবং চারপাশে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে ছিলেন।

সংবর্ধনা শেষে নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রওনা হন। হাসপাতাল থেকে তিনি গুলশান-২ নম্বরের বাসভবনে যাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।