
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলীয় নেতাকর্মী ও আইনজীবীরা এই ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলা শাখার সেক্রেটারি আবদুল জব্বার, ফটিকছড়ি উপজেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ইসমাইল গণি, চট্টগ্রাম উত্তর জেলা যুব ও ক্রীড়া বিভাগের দায়িত্বশীল এবং অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস ও জামায়াত নেতা আব্দুর রহিমসহ দলের অন্য নেতৃবৃন্দ।
মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, আজ আমার নির্বাচনী আসন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) এর জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে তিনি ফটিকছড়িবাসীসহ সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।