শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

পটিয়ার পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান, মাদক তৈরির সরঞ্জামসহ বিপুল চোলাই মদ উদ্ধার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৫ ডিসেম্বর ২০২৫ | ১০:৫৭ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়ার পাহাড়ি এলাকায় মাদক কারবারিদের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি মদ ও সরঞ্জাম উদ্ধার করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পূর্ব হাইদগাঁও পাহাড়ি এলাকায় পরিচালিত এই অভিযানে প্রায় ৫ লাখ টাকার চোলাই মদ জব্দ করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযানের আগেই মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পটিয়া সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. মোহাইমিনের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছার খবর পেয়েই কারবারিরা সটকে পড়ে। ওই আস্তানায় নিয়মিত ৮ থেকে ২০ জন মাদক কারবারি অবস্থান করত বলে তথ্য রয়েছে।

স্থানীয়দের ধারণা, পটিয়ার পূর্ব হাইদগাঁও পাহাড়টি দীর্ঘদিন ধরে মাদক কারবারিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে এবং এসব কর্মকাণ্ডের সঙ্গে পাহাড়ি সন্ত্রাসীদের সম্পৃক্ততা থাকতে পারে।

অভিযানের বিষয়ে পটিয়া সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. মোহাইমিন বলেন, তাঁরা ঘটনাস্থলে ৩০ মিনিটের বেশি সময় ধরে অভিযান পরিচালনা করেন। এতে টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে গেলেও আস্তানা থেকে প্রায় ৫ লাখ টাকার চোলাই মদ এবং মাদক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধারকৃত মাদক ও সরঞ্জাম আইনি প্রক্রিয়ার জন্য পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।