শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

‘জনসমুদ্রে’ অভিভূত তারেক রহমান, ধন্যবাদ জানালেন সবাইকে

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৫ ডিসেম্বর ২০২৫ | ১১:৫২ অপরাহ্ন


দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরে অভাবনীয় অভ্যর্থনা পাওয়ায় দেশবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফুট মহাসড়ক পর্যন্ত অগণিত মানুষের সমাগম ঘটে। এই ঐতিহাসিক ও নজিরবিহীন জনসমাগমে ঢাকা মহানগরী কার্যত জনসমুদ্রে পরিণত হয়। এই ভালোবাসার জবাবে অভ্যর্থনা জানাতে আসা দেশবাসী, ঢাকা মহানগরীসহ সারা দেশের বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠনের সদস্যদের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

একই সঙ্গে তারেক রহমান তাঁর অভ্যর্থনা কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাব, পুলিশসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্য এবং গণমাধ্যমের সাংবাদিকদের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে বৃহস্পতিবার সকালে লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। দুপুর ১২টা ৩৬ মিনিটে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের দেওয়া সংবর্ধনা শেষে তিনি বিমানবন্দর ত্যাগ করেন। বিমানবন্দর থেকে বের হয়ে বাসে ওঠার ঠিক আগমুহূর্তে এক আবেগঘন দৃশ্যের অবতারণা হয়। তারেক রহমান জুতা খুলে মাতৃভূমির মাটিতে পা রাখেন এবং পরম মমতায় একমুঠো মাটি হাতে তুলে নেন। এ সময় সেখানে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।

বিমানবন্দরে তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে স্বাগত জানান বিএনপির জ্যেষ্ঠ নেতারা। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু। নেতাদের সঙ্গে কুশল বিনিময় শেষে লাল-সবুজ রঙের বিশেষ বাসে চড়ে তারেক রহমান পূর্বাচলের গণসংবর্ধনাস্থলে রওনা হন।