শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান, সঙ্গে ফখরুল-ভিসি

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৭ ডিসেম্বর ২০২৫ | ১২:৫৫ অপরাহ্ন


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে শায়িত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেছেন। শনিবার সকাল সাড়ে ১১টার কিছু আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছান।

তারেক রহমান প্রথমে শহীদ শরিফ ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং মোনাজাতে অংশ নেন। এরপর তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও পুষ্পস্তবক অর্পণ করেন ও মোনাজাত করেন। এই মোনাজাত পরিচালনা করেন শরিফ ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক।

এ সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানসহ দলের জ্যেষ্ঠ নেতারা।

গত দুই দিনের মতো লাল-সবুজ রঙের খোলা বাসে না চড়ে এদিন তারেক রহমান ফুল দিয়ে সাজানো একটি সাদা রঙের গাড়িতে করে কর্মসূচিস্থলে যান। তাঁর আগমন ঘিরে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ, র‍্যাব ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিল। রাস্তার দুই পাশে দলীয় নেতাকর্মীরা অবস্থান নিয়ে তাঁকে স্বাগত জানান।

বিএনপির মিডিয়া সেল সকালে এক ফেসবুক পোস্টে জানিয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানে আহত কোনো রোগী বর্তমানে চিকিৎসাধীন না থাকায় তারেক রহমান পঙ্গু হাসপাতালে যাবেন না। কবর জিয়ারত শেষে তাঁর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন করার কর্মসূচি রয়েছে।