শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

ভোটার হতে বায়োমেট্রিক দিলেন তারেক রহমান, মিলবে রবিবার?

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৭ ডিসেম্বর ২০২৫ | ২:২৯ অপরাহ্ন


জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রাপ্তি ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুর ১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে গিয়ে তিনি আঙুলের ছাপ, চোখের আইরিশের প্রতিচ্ছবি ও বায়োমেট্রিক তথ্য প্রদান করেন।

এ সময় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১টা ১৭ মিনিটের দিকে তারেক রহমান ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারতের উদ্দেশে বনানী কবরস্থানের দিকে রওনা হন।

বায়োমেট্রিক গ্রহণ শেষে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, তারেক রহমানের ভোটার নিবন্ধনের কাজ সম্পন্ন হয়েছে। ভোটার তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে রবিবার সিদ্ধান্ত জানানো হবে। এর আগে এনআইডি উইংয়ের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছিলেন, তথ্য দেওয়ার পর তারেক রহমানের এনআইডি পেতে সর্বোচ্চ একদিন সময় লাগতে পারে।

জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হলে ভোটার হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। দেশের যেকোনো নির্বাচনী এলাকার ভোটার হলেই এই শর্ত পূরণ হয়। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। ইতোমধ্যে বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মনোনয়নপত্র জমার সময় প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে।

উল্লেখ্য, ২০০৭-২০০৮ সালে বাংলাদেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করার সময় তারেক রহমান কারাগারে ছিলেন। ২০০৮ সালে কারামুক্তির পর তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপর দীর্ঘ সময় দেশে না ফেরায় তাঁর এনআইডি করা হয়নি। তবে চব্বিশের গণ-অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে ফিরে ভোটার হয়েছেন।

এর আগে শনিবার সকালে নির্বাচন ভবনে যাওয়ার পথে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির সমাধিসৌধ প্রাঙ্গণে যান। সেখানে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে শ্রদ্ধা জানানোর পাশাপাশি মোনাজাত করেন। বেলা ১১টা ৪০ মিনিটে তাঁর গাড়িবহর সেখান থেকে নির্বাচন ভবনের পথে রওনা হয়।

যুক্তরাজ্যে দেড় দশকের নির্বাসিত জীবন কাটিয়ে গত বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান। সেদিন সংবর্ধনা ও বক্তৃতা শেষে তিনি মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান। পরদিন শুক্রবার বিকেলে তিনি বাবা ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন এবং সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।