
আয়কর রিটার্ন দাখিলের সময় আরো এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
আগামী বছরের ৩১ শে জানুয়ারি পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এর আগে, ৩১ শে ডিসেম্বর রিটার্ন দাখিল করার শেষ সময় ছিল।
জাতীয় রাজস্ব বোর্ডের হিসাব অনুযায়ী, গত বছর প্রায় ৪৫ লাখ আয়কর রিটার্ন জমা পড়েছিল। সে হিসেবে এ বছর এখন পর্যন্ত দাখিল হওয়া রিটার্নের সংখ্যা তুলনামূলকভাবে কম।