
গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে সাউন্ড সিস্টেম বাজিয়ে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে চট্টগ্রামের হাটহাজারীতে একটি কমিউনিটি সেন্টারের ম্যানেজারকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে পৌরসভার কনক কনভেনশন হলে এই অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান।
দণ্ডপ্রাপ্ত মো. ওসমান (৪০) ওই কনভেনশন হলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে কনক কনভেনশন হলে কর্তৃপক্ষের যথাযথ অনুমতি ছাড়াই উচ্চস্বরে গান-বাজনা চলছিল। এতে আশপাশের জনসাধারণের ঘুমের ব্যাঘাত ও শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হওয়ায় স্থানীয়রা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান।
পরে দণ্ডবিধি ১৮৬০ এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী কনভেনশন হলের ম্যানেজার মো. ওসমানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে তাঁকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান বলেন, জনগণের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি হাটহাজারীর সকল কমিউনিটি সেন্টার, বিয়ের ক্লাব এবং সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহকে যথাযথ আইন ও নিয়ম মেনে কার্যক্রম পরিচালনার অনুরোধ জানান।