শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

কৃষকের মুখে হাসি

| প্রকাশিতঃ ২৭ ডিসেম্বর ২০১৭ | ১২:২২ পূর্বাহ্ন

বাসস: ধান কেনার জন্য ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়নগঞ্জ, ফরিদপুর, কুমিল্ল, ঝালকাঠী, দিনাজপুর এবং খুলনাসহ দেশের বিভিন্ন জেলা থেকে বেপারীরা এখন দক্ষিণাঞ্চলে অবস্থান করছেন।

দক্ষিণাঞ্চলে বর্তমানে আমন ধান মণপ্রতি (৫০ কেজি) ১ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এটা এখন পর্যন্ত সর্বোচ্চ দর বলে কৃষকরা জানিয়েছেন। ধানের ঊর্ধ্ব মূল্যের জন্য অকাল বর্ষণে আমনের ক্ষতি কৃষকরা পুষিয়ে উঠতে পারবেন বলে তাদের মুখে হাসি ফুটেছে।

দক্ষিণাঞ্চলের বৃহত্তম ধানের মোকাম (বাজার) পটুয়াখালীর কালাইয়া বন্দরসহ বরগুনার গাজীপুরা, তালতলী, বেতাগী, বামনা, পাথরঘাটা, তালুকদার বাজারে বর্তমানে মণপ্রতি একহাজার পঞ্চাশ থেকে এক হাজার একশ টাকা দর চলছে।

বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বিক্রির জন্য লাখ লাখ মণ ধান কৃষকরা হাট ও বাজার গুলোতে নিয়ে আসছেন। সোমবার বিকেল পর্যন্ত প্রতিমণ (৫০ কেজি) মোটা ধান গড়ে ১ হাজার ১০০ টাকায় বেচাকেনা হতে দেখা গেছে।

কৃষকরা জানিয়েছেন, অগ্রহায়ণ মাসে অনাকাঙ্খিত অকাল বর্ষণে আমনের ব্যাপক ক্ষতি হওয়ায় চরম লোকসানের আশংকা করা হয়েছিল। কিন্তু এখন বাজার উর্ধ্বমূখী হওয়ায় ধানের চলতি মূল্যে কৃষকরা তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন।

আলাপকালে ধান কিনতে আসা বেপারীরা জানিয়েছেন, দেশে ধানের চাহিদা বেশি কিন্তু ফলন কম হওয়ায় মূল্য বেড়ে গেছে। যেভাবে চাহিদা বাড়ছে তাতে দাম কমে যাওয়ার আশঙ্কা নেই।

বরগুনা জেলা কৃষি বিভাগের কৃষি কর্মকর্তা বদরুল হোসেন জানান, অকাল বর্ষণ না হলে এ বছর ধানের উৎপাদনে রেকর্ড হতো। ভালো দর পাওয়াতে কৃষকরা তাদের ক্ষতি কাটিয়ে উঠছেন। তবে এ অঞ্চলে বৃহৎ পরিসরে ধান সংরক্ষণসহ মজুদ রাখার ব্যবস্থা থাকলে কৃষকরা আরও উপকৃত হতেন।