রাজধানীর গুলশানের আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসীদের হাতে জিম্মি হওয়া ২০ জনের মৃতদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তবাহিনী জনংসযোগ পরিদফতর (আইএসপিআর)।
শনিবার দুপুরে সেনা সদর দফতরের অফিসার্স মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী ‘অপারেশন থান্ডারবোল্টের’ বিস্তারিত তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, অভিযান শেষে ওই রেস্তোরাঁর ভেতরে ২০ জনের মৃতদেহ পাওয়া গেছে। এছাড়া ছয় সন্ত্রাসী নিহত হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক আরও জানান, ২০ জিম্মিকে ধারালো অস্ত্রের মাধ্যমে রাতেই হত্যা করা হয়।
এছাড়া এ ঘটনায় ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘অপারেশন থান্ডারবোল্ট’ নামের অভিযানে সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা অংশ নেয়। সেনা বাহিনীর নেতৃত্বে নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার রাতে একদল দুর্বৃত্ত অস্ত্র ও বিস্ফোরক নিয়ে গুলশানের হলি আর্টিজেন রেস্তোরাঁতে ঢুকে বিদেশিসহ বেশ কয়েকজনকে জিম্মি করে। এ ঘটনায় শনিবার সকালে কমান্ডো অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।
নিরাপত্তা বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশের দুই কর্মকর্তা, ছয় সন্ত্রাসী এবং তাদের হাতে জিম্মি হওয়া ২০ জন নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।