শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

রাঙ্গুনিয়ায় বাদ পড়লেন এবি পার্টি ও গণঅধিকার পরিষদের প্রার্থী

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩ জানুয়ারী ২০২৬ | ৮:১১ অপরাহ্ন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীসহ ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিপরীতে হলফনামায় ত্রুটি ও দলীয় মনোনয়নে অসঙ্গতি থাকায় বাতিল হয়েছে তিনজনের প্রার্থিতা। শনিবার (৩ জানুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেওয়া হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে যাদের মনোনয়নপত্র বৈধ বলে গৃহীত হয়েছে, তাঁরা হলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী ও সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ টি এম রেজাউল করিম এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ ইকবাল হাছান। এছাড়া বৈধ হওয়া অন্য প্রার্থীরা হলেন জাতীয় পার্টির মো. মেহেদী রাসেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল্লাহ আল হারুন ও খেলাফত মজলিসের মো. আবুল কালাম।

অন্যদিকে যাচাই-বাছাইয়ে নানা ত্রুটির কারণে তিনজনের প্রার্থিতা বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী মো. আবদুর রহমানের মনোনয়নপত্র বাতিলের ক্ষেত্রে পাঁচটি সুনির্দিষ্ট ত্রুটি উল্লেখ করা হয়েছে। এগুলো হলো—সমর্থনকারীর স্বাক্ষর না থাকা, আয়কর সংক্রান্ত তথ্যের অভাব, ফরম-২০ ও ২১ দাখিল না করা এবং ব্যক্তিগত অঙ্গীকারনামা জমা না দেওয়া।

এছাড়া দলীয় মনোনয়ন সঠিক না হওয়া এবং অঙ্গীকারনামা না থাকায় গণঅধিকার পরিষদের প্রার্থী মো. বেলাল উদ্দীনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অন্যদিকে দলের মনোনয়ন সঠিক না হওয়ায় বাতিল হয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী প্রমোদ বরন বড়ুয়ার মনোনয়নপত্র। রিটার্নিং কর্মকর্তা জানান, বাতিল হওয়া প্রার্থীরা নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।