শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

রাঙ্গুনিয়ায় অস্ত্র ও কার্তুজসহ গ্রেপ্তার ১

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৯ জানুয়ারী ২০২৬ | ৬:৩২ অপরাহ্ন


চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. জাহেদের (৩৭) বাড়ি দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পশ্চিম সরফভাটা এলাকায়। তার বাবার নাম মৃত আবদুস শহিদ।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ জানান, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম পুলিশ সুপারের নির্দেশনায় অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চলছে। এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহেদকে আটক করা হয়।

পরে জাহেদের বসতঘরে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, নয়টি কার্তুজ এবং বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহেদ এলাকায় চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে দক্ষিণ রাঙ্গুনিয়াসহ বিভিন্ন থানায় মারামারি ও চাঁদাবাজির তিনটি মামলা রয়েছে।

এ ঘটনায় জাহেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা হিলাল উদ্দিন।