
বাবার শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে বাড়িতে সব প্রস্তুতি নিয়েছিলেন স্বর্ণ ব্যবসায়ী সাগর ধর। কিন্তু অনুষ্ঠানের ঠিক আগ মুহূর্তে ভোরে তার বাড়িতে হানা দিয়েছে একদল সশস্ত্র ডাকাত। এ সময় পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করা হয়। একই সময়ে পাশের দুটি মুদি দোকানেও চুরির ঘটনা ঘটে।
শুক্রবার ভোর ৪টা থেকে ৫টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নাথপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাগর ধর বান্দরবানের আলীকদম বাজারের স্বর্ণ ব্যবসায়ী। গত ২৬ ডিসেম্বর তার বাবা নৈদাবাঁশী ধর মারা যান।
সাগর ধর জানান, শুক্রবার তার বাবার ক্ষৌরকর্ম এবং শনিবার শ্রাদ্ধানুষ্ঠান হওয়ার কথা ছিল। রবিবার এ উপলক্ষে মেজবানের আয়োজন করা হয়েছে। এসব আনুষ্ঠানিকতা সারতে গত ১৫ দিন ধরে পরিবারের সবাই বাড়িতে অবস্থান করছেন।
তিনি বলেন, “ভোরে আমরা সবাই বাড়ির বারান্দায় ছিলাম। হঠাৎ ৫-৬ জনের একদল সশস্ত্র লোক প্রাচীর টপকে বাড়িতে ঢোকে। তারা আমাদের মারধর করে জিম্মি করে এবং আলমারির চাবি ছিনিয়ে নেয়। পরে আলমারি ভেঙে ১৫ ভরি স্বর্ণ এবং অনুষ্ঠানের জন্য রাখা নগদ আড়াই লাখ টাকা নিয়ে যায়।”
স্থানীয়রা জানান, সাগর ধরের বাড়িতে হানার আগে ডাকাত দল পাশের মিন্টু নাথ ও বিজয় নাথের মুদি দোকানের তালা ভাঙে। সেখান থেকে ২৫ বস্তা চাল, এক বস্তা সাবান ও সিগারেটের কার্টন লুট করে নিয়ে যায় তারা।
খবর পেয়ে শুক্রবার সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীদের দাবি, ডাকাত দল হানা দিয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি এবং বিভিন্ন সোর্স কাজে লাগিয়েছি।”
এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।