শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

সাতকানিয়ায় পাহাড় রক্ষায় গভীর রাতে অভিযান, যন্ত্র ফেলে পালালো দুর্বৃত্তরা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১২ জানুয়ারী ২০২৬ | ১২:৪৬ অপরাহ্ন


চট্টগ্রামের সাতকানিয়ায় রাতের আঁধারে পাহাড় কাটার সময় যৌথ অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন। অভিযানে পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর জব্দ করে অকেজো করে দেওয়া হয়েছে। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান।

প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে ওই এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। ঘটনাস্থলে গিয়ে পাহাড় কাটার সুস্পষ্ট আলামত পাওয়া যায়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আসতে দেখে পাহাড় কাটার সঙ্গে যুক্তরা একটি এস্কেভেটর ফেলে পালিয়ে যায়। পরে সেনাবাহিনীর সহায়তায় ওই ভারী যন্ত্রটি অকেজো করে দেওয়া হয়।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান বলেন, “পাহাড় কাটার খবর পেয়ে গভীর রাতে সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালানো হয়। পাহাড়খেকোরা পালিয়ে গেলেও তাদের ফেলে যাওয়া এস্কেভেটরটি অকেজো করা হয়েছে।”

তিনি আরও বলেন, পরিবেশ ধ্বংস এবং কৃষিজমির ক্ষতি রোধে পাহাড় ও মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অবৈধভাবে পাহাড় বা কৃষিজমির মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।