শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

হালদা নদী বাঁচাতে সম্মিলিত উদ্যোগের আহ্বান

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১২ জানুয়ারী ২০২৬ | ৬:২২ অপরাহ্ন


দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী ও এর মৎস্য সম্পদ সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে চট্টগ্রামের পটিয়ায় অংশীজনদের নিয়ে উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পটিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সেমিনার আয়োজন করা হয়।

মৎস্য অধিদপ্তর চট্টগ্রামের ‘হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (২য় পর্যায়)’ অর্থায়নে এবং পটিয়া উপজেলা মৎস্য অফিসের ব্যবস্থাপনায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান। পটিয়া উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা এবং পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক।

সেমিনারে বক্তারা হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র সংরক্ষণ, অবৈধভাবে মাছ আহরণ বন্ধ এবং জীববৈচিত্র্য রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা নদী রক্ষায় সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কল্পনা রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইলিয়াছ ও সাংবাদিক রবিউল হোসেন। এ ছাড়া মৎস্যজীবীসহ প্রকল্পের আওতাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অংশীজনরা সেমিনারে উপস্থিত ছিলেন।