
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আইনজীবী আরিফুল হক তায়েফের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আপিল শুনানি শেষে সোমবার তাকে নির্বাচনী প্রতিযোগিতায় ফেরার সুযোগ দেওয়া হয়।
এর আগে গত ৪ জানুয়ারি যাচাই-বাছাইয়ের সময় হলফনামায় ত্রুটির কারণে আরিফুলের মনোনয়নপত্র বাতিল করেছিলেন জেলা রিটার্নিং কর্মকর্তা। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে গত ৭ জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল করেন তিনি, যার নম্বর ছিল ১৫৩/২৬।
সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সেই আপিলের শুনানি শেষে কমিশন তার প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার রায় দেয়। এর ফলে সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন দলটির এই প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন।
প্রার্থিতা ফিরে পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আইনজীবী আরিফুল হক তায়েফ বলেন, “আলহামদুলিল্লাহ, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম এবং নির্বাচন কমিশন সেই ন্যায্যতাই নিশ্চিত করেছে। বাঁশখালীর জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই আরও দৃঢ়ভাবে চালিয়ে যাব।”
এদিকে আরিফুল হক তায়েফের মনোনয়ন ফিরে পাওয়ায় স্থানীয় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা গেছে। তাদের আশা, দলের প্রার্থীর নেতৃত্বে বাঁশখালীতে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।