শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

ফটিকছড়িতে বন্দুক ও কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার ৭

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১২ জানুয়ারী ২০২৬ | ৬:২৭ অপরাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও কার্তুজসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার মধ্যরাতে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে একটি একনলা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ, তিনটি ছোরা, তিনটি দা ও দুটি চাকু উদ্ধার করা হয়েছে।

ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ অভিযান চালানো হয়। রাতে সন্দেহজনক গতিবিধির কারণে বিভিন্ন এলাকা থেকে ওই সাতজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার সকালেই তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক রফিকুল।