
চট্টগ্রামের হাটহাজারীতে মাইক্রোবাস চালক ও ভবনের তত্ত্বাবধায়ক মাহবুব আলম হত্যায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, জুয়া খেলা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
সোমবার সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ।
গ্রেপ্তাররা হলেন—হাটহাজারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম দেওয়ান নগরের মো. সোহেল প্রকাশ শাহজাহান (২৮), ২ নম্বর ওয়ার্ডের ভোলা গাজীর বাড়ির আব্দুল মান্নান (৪২), একই এলাকার মো. সোহেল (২৮), ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব দেওয়ান নগরের মো. নাছির উদ্দিন প্রকাশ মিন্টু (৩৬) এবং কবির আহাম্মদের ছেলে মো. জাহেদ (২৮)।
এর আগে রোববার ভোররাতে হাটহাজারী পৌরসভার কলাবাগান এলাকায় ‘আলাউল হল’ নামের একটি ভবনের সামনে মাহবুব আলমকে ছুরিকাঘাত করা হয়। তিনি পেশায় মাইক্রোবাস চালক হলেও পাশাপাশি ওই ভবনের তত্ত্বাবধায়ক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন ভোরে কয়েকজন দুর্বৃত্তের সঙ্গে মাহবুবের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. রহিম বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, জুয়া খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, “ঘটনার পরপরই পুলিশ অভিযানে নামে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
গ্রেপ্তার পাঁচজনকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।