
প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী প্রচার ও ভোট প্রার্থনা করায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
সোমবার (১২ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় নির্বাচনী অনুসন্ধান ও অভিযোগ নিষ্পত্তি কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজের কার্যালয় থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়।
নোটিশে আগামী বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় সাতকানিয়া চৌকি আদালত ভবনে স্থাপিত নির্বাচনী অনুসন্ধান কমিটির কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ১১ জানুয়ারি কমিটির কাছে নাজমুল মোস্তফা আমিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়ে। অভিযোগে বলা হয়, লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নে বিএনপি নেত্রী খালেদা জিয়ার জন্য আয়োজিত একটি দোয়া মাহফিলে নির্বাচনী আচরণবিধি মানা হয়নি। সেখানে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান প্রকাশ্যে নাজমুল মোস্তফা আমিনের উপস্থিতিতে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
প্রার্থীর সমর্থকরা সেই ভোট প্রার্থনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন। প্রতীক বরাদ্দের আগে এভাবে ভোট চাওয়া ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি-২০২৫’ এবং গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সুস্পষ্ট লঙ্ঘন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশে সতর্ক করে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজির হয়ে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে ওই প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।