শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

রোগী হয়রানি বন্ধ ও ন্যায্য ফি আদায়ে কঠোর বার্তা হাটহাজারী প্রশাসনের

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১২ জানুয়ারী ২০২৬ | ৯:১৫ অপরাহ্ন


চট্টগ্রামের হাটহাজারীতে সরকারি-বেসরকারি সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আন্তরিকতা ও মানবিকতার সঙ্গে চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. আবদুল্লাহ আল মুমিন। একই সঙ্গে লাইসেন্স নবায়ন, ন্যায্য ফি আদায় এবং রোগী হয়রানি বন্ধে কঠোর দিকনির্দেশনা দিয়েছেন তিনি।

সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং সরকারি বিধিমালা প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা ও জরুরি চিকিৎসা সেবা জোরদার করার বিষয়ে আলোচনা হয়। প্রশাসন থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, অভিজ্ঞ চিকিৎসক ও টেকনিশিয়ান নিয়োগের পাশাপাশি রোগীদের কোনোভাবেই হয়রানি করা যাবে না।

ইউএনও মু. আবদুল্লাহ আল মুমিন বলেন, চিকিৎসাসেবা একটি মহান পেশা। এখানে বাণিজ্যিক মানসিকতার চেয়ে মানবিকতাকে প্রাধান্য দিতে হবে। সরকারি নির্দেশনা মেনে প্রতিষ্ঠান পরিচালনা করলে প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে, তবে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় উপস্থিত বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিকরা প্রশাসনের নির্দেশনা মেনে উন্নত ও জনবান্ধব চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

ইউএনও মু. আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারসহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, হাটহাজারীর বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি, ফার্মেসির প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।