শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

সেবার মান ও স্বচ্ছতার অঙ্গীকারে জেনিথ হেলথ কেয়ারের প্রথম এজিএম

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১২ জানুয়ারী ২০২৬ | ১১:৫৯ অপরাহ্ন


মানের সঙ্গে আপস না করে স্বল্প খরচে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো জেনিথ হেলথ কেয়ারের প্রথম বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সেবার মানোন্নয়ন ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষে সোমবার সন্ধ্যায় নগরীর জিইসি মোড় সংলগ্ন পিটস্টপ রেস্টুরেন্টের কনফারেন্স হলে এই সভার আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেনিথ হেলথ কেয়ারের বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় প্রতিষ্ঠানের ২০ জন পরিচালক উপস্থিত থেকে নিজেদের মতামত তুলে ধরেন এবং সর্বসম্মতিক্রমে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।

সভায় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, জেনিথ হেলথ কেয়ার শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, বরং এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়। তিনি প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় সকল পরিচালকের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

ব্যবস্থাপনা পরিচালক (ম্যানেজিং ডিরেক্টর) মো. জাহেদুল ইসলাম তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও দক্ষ জনবল নিশ্চিত করার মাধ্যমে জেনিথ হেলথ কেয়ার রোগীদের সর্বোচ্চ সেবা দিতে বদ্ধপরিকর। তিনি আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভায় প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক নজরুল কবির দীপু সেবার মানসিকতা ও স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “স্বাস্থ্যসেবা খাতে রোগীদের আস্থা অর্জন করাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা চাই, আমাদের প্রতিটি পদক্ষেপ যেন স্বচ্ছ হয় এবং রোগীরা যেন এখান থেকে সঠিক চিকিৎসা নিয়ে হাসিমুখে বাড়ি ফিরতে পারেন। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আমরা আন্তরিক সেবা নিশ্চিত করতেও সমান গুরুত্ব দিচ্ছি।”

সভায় প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন ও প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনা করেন ফাইন্যান্স ডিরেক্টর পলাশ দত্ত ও এডমিন ডিরেক্টর শ ক ম আনিস উদ্দৌলা। তাঁরা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেন। এক্সিকিউটিভ ডিরেক্টর মো. সেলিম মিয়া প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষে বিভিন্ন প্রস্তাবনা পেশ করেন। এছাড়া রেসিডেন্স ডিরেক্টর হিসেবে দায়িত্বপালনকারী লুলু মারজান ও আমেনা বেগম আবাসন ও অভ্যন্তরীণ ব্যবস্থাপনা বিষয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন।

প্রাণবন্ত এই আলোচনায় অংশ নেন প্রতিষ্ঠানের পরিচালক মো. আব্দুল মোতালেব, মো. মুজিবুর রহমান ও সুলতানা রওশন। তাঁরা রোগীদের সন্তুষ্টি অর্জনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলেন। এছাড়া পরিচালক সুহৃদ চৌধুরী ও সৌমিক চৌধুরী তরুণ প্রজন্মের চাহিদার কথা মাথায় রেখে প্রযুক্তিগত উন্নয়নের দিকে নজর দেওয়ার পরামর্শ দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন পরিচালক নুর মোহাম্মদ মিয়া, হারেচ আহমদ ও মোহাম্মদ হেফাজ। তাঁরা প্রতিষ্ঠানের পরিধি বাড়ানোর বিষয়ে সুচিন্তিত মতামত দেন। এছাড়া পরিচালক মো. মহিউদ্দিন, পরিমল কান্তি বিশ্বাস, রেজাউল করিম ও মো. তছলিম উদ্দীন স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জেনিথ হেলথ কেয়ারের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

সভার শেষ পর্যায়ে পরিচালকবৃন্দ একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফটোসেশনে অংশ নেন এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। জেনিথ হেলথ কেয়ারের এই প্রথম বার্ষিক সাধারণ সভা প্রতিষ্ঠানটির জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে, যা আগামীতে চট্টগ্রামের স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সকলে।