
চট্টগ্রামের হাটহাজারীতে যুগপুরুষোত্তম পরমপ্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম জন্ম মহোৎসব আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। উপজেলার পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়েছে।
সৎসঙ্গ বাংলাদেশ, হাটহাজারী উপজেলার উদ্যোগে ফতেয়াবাদ, নন্দীরহাট, হাটহাজারী, মেখল ও সরকারহাট সৎসঙ্গ শ্রীমন্দির এবং কেন্দ্র-বিহারে যৌথ ব্যবস্থাপনায় মহাসমারোহে এই উৎসব উদযাপিত হবে।
আয়োজকরা জানান, মহোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। উৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রী প্রশান্ত কুমার নন্দী, সম্পাদক গোপাল কৃষ্ণ চৌধুরী ও প্রধান সমন্বয়কারী নূপুর কান্তি দেব জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
দিনব্যাপী অনুষ্ঠানের সূচি অনুযায়ী, শুক্রবার ভোরে মাঙ্গলিক নহবত ও উষাকীর্তনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। এরপর সকাল ৭টা ৪১ মিনিটে অনুষ্ঠিত হবে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের বাণী লিখন ও সংগীত প্রতিযোগিতা। সকাল ১০টায় শ্রীশ্রীঠাকুর প্রবর্তিত ছড়াগান এবং বেলা ১১টায় ‘সংসার ও পারিপার্শ্বিকে মায়েদের করণীয়’ শীর্ষক মাতৃসম্মেলন অনুষ্ঠিত হবে।
দুপুরের আয়োজনে রয়েছে ১টায় ভাণ্ডারায় প্রসাদ বিতরণ, ১টা ১৫ মিনিটে ভক্তিমূলক গান এবং ১টা ৩১ মিনিটে সাধারণ সভা। সভায় শ্রীশ্রী ঠাকুরের দিব্যজীবন ও আচার্য পরম্পরা নিয়ে আলোচনা করা হবে। বিকেল ৪টা ৩১ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘ছন্দের তালে তালে’ এবং সাড়ে ৫টায় সমবেত সান্ধ্যকালীন বিনতি প্রার্থনার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটবে। এছাড়া উৎসবে ভোগরাগ ও দীক্ষা কার্যক্রম যথারীতি চলবে বলে আয়োজকরা জানিয়েছেন।