শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

সংসদ নির্বাচনের উত্তাপে ‘ম্লান’ গণভোটের আগ্রহ, সচেতনতায় প্রশাসনের তোড়জোড়

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৩ জানুয়ারী ২০২৬ | ৪:৫০ অপরাহ্ন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট। এ নিয়ে চট্টগ্রামের পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে জোর প্রচারণা চালাচ্ছে স্থানীয় প্রশাসন। তবে সংসদ নির্বাচনের উত্তাপের ভিড়ে গণভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ও উৎসাহ কিছুটা কম দেখা গেছে।

উপজেলা প্রশাসন ও তথ্য অফিস সূত্রে জানা গেছে, গণভোট সম্পর্কে জনসচেতনতা বাড়াতে উপজেলাজুড়ে মাইকিং করা হচ্ছে। পাশাপাশি চলছে উঠান বৈঠক ও মতবিনিময় সভা। মানুষকে বিষয়টি বোঝাতে হাটবাজার ও জনবহুল এলাকায় ছোট ছোট নাটিকা এবং চলচ্চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে।

প্রচারণার অংশ হিসেবে সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় গণভোট সম্পর্কে মানুষকে সচেতন করতে সবার সহযোগিতা কামনা করা হয়।

তবে প্রচারণায় ঘাটতি দেখছেন স্থানীয় ভোটার ও তরুণরা। পটিয়া সরকারি কলেজের শিক্ষার্থী আবুল হাছনাত জোবাইর বলেন, “বিগত সময়ে বিভিন্ন ইস্যুতে গণভোট হলেও এবার সংসদ নির্বাচনের একই দিনে তা হওয়ায় মানুষের উৎসাহ কম। প্রচারণা শুধু মাইকিং ও বৈঠকের মধ্যে সীমাবদ্ধ না রেখে সব শ্রেণি-পেশার মানুষকে এতে সম্পৃক্ত করা উচিত।”

এ বিষয়ে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান বলেন, “তথ্য অফিসের মাধ্যমে উপজেলার প্রতিটি ইউনিয়নে গণভোটের বিষয়ে সচেতনতা সৃষ্টিতে প্রচারণা চালানো হচ্ছে। নানা শ্রেণি-পেশার মানুষকে নিয়ে উঠান বৈঠক ও মতবিনিময় হচ্ছে। ধারণা স্পষ্ট করতে ভিডিওচিত্রও দেখানো হচ্ছে।”

নির্বাচনের সার্বিক পরিবেশ এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে বলেও জানান ইউএনও।