
চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের ভেতরে প্রাকৃতিকভাবে সৃষ্ট ‘পাগলির ছড়া’য় অবৈধভাবে দেওয়া বাঁধ কেটে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার সকালে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে বাঁধটি অপসারণ করে ছড়ার পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চুনতি ও আধুনগর ইউনিয়নের সীমান্তবর্তী গোলাইম্যা ঘোনা এলাকায় এ অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্র ও প্রশাসন জানায়, শুষ্ক মৌসুমে চাষাবাদের জন্য সেচের পানি বিক্রির উদ্দেশ্যে স্থানীয় সাবেক এক ইউপি সদস্যের নেতৃত্বে ওই ছড়ায় অবৈধভাবে বাঁধ দিয়ে পানি মজুদ করা হচ্ছিল। এতে ছড়ায় পানির স্বাভাবিক প্রবাহ আটকে যাওয়ায় অভয়ারণ্য এলাকায় বন্যপ্রাণীর তীব্র খাবার পানির সংকট তৈরির আশঙ্কা দেখা দেয়। পাশাপাশি পাহাড় ধসের ঝুঁকিও বাড়ছিল।
চুনতি অভয়ারণ্য বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার বলেন, “কৃত্রিম বাঁধ দিয়ে ছড়ার পানির স্বাভাবিক গতি রোধ করায় অভয়ারণ্যের বন্যপ্রাণীর খাবার পানির সংকটসহ নানা প্রাকৃতিক ভারসাম্যহীনতা সৃষ্টি হচ্ছিল। এতে জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল। এসব বিষয় বিবেচনায় নিয়ে বাঁধটি অপসারণ করা হয়েছে।”
অভিযানের নেতৃত্ব দেওয়া লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন বলেন, বন বিভাগ ও প্রশাসনের যৌথ অভিযানে প্রাকৃতিকভাবে সৃষ্ট কুলপাগলির ছড়ায় নির্মিত কৃত্রিম বাঁধটি কেটে দেওয়া হয়েছে। এর ফলে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হয়েছে।