
চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি বা ‘টপসয়েল’ কাটার সময় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে উপজেলার পদুয়া ইউনিয়নে চালানো এ অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সেভেটর ও তিনটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) চট্টগ্রাম জেলা শাখার তথ্যের ভিত্তিতে পদুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলী সিকদার পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন।
প্রশাসনের কর্মকর্তারা জানান, অভিযানের খবর আগে থেকেই আঁচ করতে পেরেছিল জড়িতরা। ফলে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ‘মাটিখেকোরা’ সেখান থেকে দ্রুত সটকে পড়ে। এ কারণে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ফেলে যাওয়া মাটি কাটার ভারী যন্ত্র ও মাটি পরিবহনের গাড়িগুলো জব্দ করা হয়েছে।
অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন বলেন, সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে কৃষিজমির টপসয়েল কাটার অভিযোগে একটি এক্সেভেটর ও তিনটি মাটিবাহী মিনি ট্রাক জব্দ করা হয়েছে। অভিযানের খবর পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কর্তনকারীদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।