শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

পটিয়ায় ছিটকে পড়লেন এলডিপির প্রার্থী, বাকি দুই আপিল কাল

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৩ জানুয়ারী ২০২৬ | ৭:৫৪ অপরাহ্ন


চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী এম এয়াকুব আলীর মনোনয়নপত্র আপিলেও বাতিল হয়ে গেছে। ঋণখেলাপির দায়ে এর আগে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেছিলেন। নির্বাচন কমিশনে আপিল শুনানিতেও সেই আদেশ বহাল রাখা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে এয়াকুব আলীর আবেদন (আপিল নম্বর ২৫৮/২০২৬) নামঞ্জুর করা হয়। এর ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে তিনি ছিটকে পড়লেন। শুনানি শেষে নির্বাচন কমিশন থেকে জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম মিঞা ঋণখেলাপির অভিযোগে এয়াকুব আলীসহ চার প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন। তাদের মধ্যে তিন প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেন।

পটিয়া আসনে মনোনয়ন বাতিল হওয়া অন্য দুই প্রার্থীর আপিল শুনানি আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মুনছুর আলম বলেন, “শুনানির রায়ের কপি এখনো আমাদের হাতে আসেনি। তবে যতটুকু জেনেছি, ১৮ জানুয়ারি আরেকটি শুনানি হতে পারে।”