চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয় (চুয়েট) -এর কম্পট্রোলার অফিসের আয়োজনে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে শৃঙ্খলা ও গতিশীলতা আনার লক্ষ্যে “ওয়ার্কশপ অন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ফর চুয়েট” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারী মিলনায়তনে উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
কম্পট্রোলার মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, পরিকল্পনা ও উন্নয়ন (পিএন্ডডি) এর পরিচালক অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, প্রধান প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম এবং ক্রয় কমিটির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আশুতোষ সাহা প্রমুখ।
সহকারী কম্পট্রোলার মোহাম্মদ ওয়াহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অচিন্ত কুমার চক্রবর্তী ও প্রকিউরমেন্ট শাখার সহকারী রেজিস্ট্রার মোঃ মিজানুর রহমান। কর্মশালায় পৃথক পাঁচটি সেশনে আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে দিনব্যাপী আলোচনা হয়। এতে চুয়েটের বিভিন্ন বিভাগ ও শাখার শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।