রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

মিতু হত্যা মামলার সন্দেভাজন আসামি রাশেদের সন্ধান দাবি

| প্রকাশিতঃ ২ জুলাই ২০১৬ | ৩:২১ অপরাহ্ন

চট্টগ্রাম: পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার সন্দেহভাজন আসামি রাশেদকে পুলিশ আটক করেছে দাবি করে তার সন্ধান চেয়েছে তার পরিবার। শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাশেদের বাবা আহমদ হোসেন এই দাবি জানান। এর আগে মিতু হত্যায় জড়িত সন্দেহে যে পাঁচজনের ছবি ও তথ্য দেশের বিমানবন্দর, স্থলবন্দর ও চেকপোস্টে দেয়া হয়েছে তাদের মধ্যে রাশেদও রয়েছে।

সংবাদ সম্মেলনে রাশেদের বাবা আহমদ হোসেন দাবি করে বলেন, গত ২৩ জুন ভোর সাড়ে ছয়টায় বোয়ালখালীর মিলিটারী পুল এলাকার এক আত্মীয়ের বাড়ী থেকে রাশেদ ও নবী নামের দুইজনকে পুলিশ ধরে নিয়ে যায়, বাড়ীর লোকজন বিষয়টি সাথে সাথে আমাদেরকে জানায়। অথচ গত ২৯ জুন রাশেদসহ অন্যরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য সতর্কতা জারি করে পুলিশ।

আহমদ হোসেন আরো বলেন, আমরা রাশেদের অবস্থান নিয়ে চিন্তিত হয়ে পড়েছি। তাকে আটকের পরও অস্বীকার করা হচ্ছে। আমরা প্রশাসনের সহায়তা চাই। রাশেদকে যেন আদালতে সোপর্দ করা হয় সে দাবি জানাচ্ছি। আমরা তার সন্ধান চাই।

র আগে গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় নগরীর জিইসি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। ঘটনার দুইদিন পর বাবুল আক্তার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তিকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেন। এরপর এই মামলার আসামি ওয়াসিম, আনোয়ার, অস্ত্র সরবরাহকারী ভোলা ও তার সহযোগী মনিরকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী হত্যাকান্ডে অংশ নেওয়া মুছা, মো. কালু (২৮), মো. রাশেদ (২৯) ও নূর নবী (২৮) এখনো পলাতক রয়েছেন।