রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

অপহ্নত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, গ্রেফতার ১

| প্রকাশিতঃ ২ জুলাই ২০১৬ | ১২:২৩ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা থেকে অপহরণের ২৪দিন পর নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে এক মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করা হয়। শুক্রবার দিনগত গভীর রাতে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।

গ্রেফতার মোঃ আলী হোসেন আজাদ (১৯) বোয়ালখালীর ছনদন্ডী ইউনিয়নের জোটপুকুর পাড় এলাকার বদিউল আলমের ছেলে।

বোয়ালখালী থানার ওসি মোঃ সালাউদ্দিন জানান, গত ৬ জুন বোয়ালখালী ছনদন্ডী ইউনিয়নের জোটপুকুর পাড় এলাকার ১৮ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করা হয়। এই ঘটনায় ছাত্রীর বাবা বোয়ালখালী থানায় অপহরণ মামলা দায়ের করেছিল। তদন্তে নেমে শুক্রবার রাতে চান্দগাঁও এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে অপহ্নত ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এসময় ওই অপহরণকারী এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করা হয়।