রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

ছিনতাইকারীদের কবলে সাংবাদিক

| প্রকাশিতঃ ২ জুলাই ২০১৬ | ১২:২৩ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের স্থানীয় দৈনিক পূর্বকোণের আদালত প্রতিবেদক মোস্তফা ইমরান সোহেলকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। শুক্রবার দিনগত গভীর রাতে গণিবেকারি মোড়ে কিউসি পেট্রোল পম্পের সামনে এই ঘটনা ঘটে।

চট্টগ্রাম বারের আইনজীবী ও সাংবাদিক মোস্তফা ইমরান সোহেল বলেন, চেরাগী পাহাড় মোড় থেকে মুরাদপুরের বাসায় ফেরার পথে গণিবেকারি মোড় এলাকায় রিকশার গতিরোধ করে পাঁচজন ছিনতাইকারী। এরপর তারা ছুরি ও অস্ত্র ঠেকিয়ে একটি আইফোন এবং ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় বাধা দিতে গেলে ছিনতাইকারীরা আমার ডান হাতে ছুরিকাঘাত করে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যাই।

চকবাজার থানার ওসি আজিজ আহমেদ বলেন, এই ঘটনায় সাংবাদিক মোস্তফা ইমরান সোহেল বাদি হয়ে একটি মামলা করেছেন। দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।