রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

| প্রকাশিতঃ ২ জুলাই ২০১৬ | ৭:৫৪ অপরাহ্ন

ঢাকা: রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে শুক্রবার রাতের সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে এই শোক ঘোষণা করেন।

সরকারি ঘোষণা অনুযায়ী ৩ ও ৪ জুলাই এই রাষ্ট্রীয় শোক পালিত হবে। এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে ও জনগণ কালো ব্যাজ ধারণ করবেন। এছাড়াও মসজিদে মোনাজাত এবং মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা করা হবে।

শুক্রবার রাতে গুলশান ২ নম্বরের হলি আর্টিজেন বেকারিতে একদল অস্ত্রধারী ঢুকে বিদেশিসহ বেশ কয়েকজনকে জিম্মি করে। সকালে কমান্ডো অভিযান চালিয়ে ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় নিরাপত্তা বাহিনী। এ সময় ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়। বের করা হয় ২০টি মৃতদেহ, যাদের অধিকাংশই বিদেশি নাগরিক। তাদের রাতেই গলা কেটে হত্যা করা হয় বলে আইএসপিআর জানিয়েছেন।