রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চুয়েট কর্মচারী সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

| প্রকাশিতঃ ৩১ ডিসেম্বর ২০১৭ | ৮:০৬ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) -এর কর্মচারী সমিতির ২০১৭-১৮ কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান চুয়েট কর্মচারী সমিতি নির্বাচন-২০১৭ এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোঃ মইনুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মোহাম্মদ ফজলুর রহমান ও চীফ টেকনিক্যাল অফিসার মোঃ হারুন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাবেক কর্মচারী সমিতির সভাপতি জনাব সুকুমার বিকাশ শীল।

গত ১৯ ডিসেম্বর চুয়েট কর্মচারী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ জামাল উদ্দীন সভাপতি এবং মোঃ মাসুদ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হাবিবুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আজিজুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুল আল হান্নান, যুগ্ম সম্পাদক মোঃ হারুন, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিত ভট্টাচার্য্য, সহ-সাংগঠনিক সম্পাদক আল ফাহাদ খান, অর্থ সম্পাদক মোহাম্মদ ছাবের, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল হান্নান খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রিয়তোষ চক্রবর্ত্তী, ধর্ম সম্পাদক মোঃ হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মোঃ ফারুক, ক্রীড়া সম্পাদক মোঃ আরিফ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিহা সুলতানা জিুম এবং নির্বাহী সদস্য মোঃ ইসমাইল, মোহাম্মদ এমদাদ হোসাইন, মোঃ বরকত উল্লাহ, মোঃ সফিকুর রহমান ও মোঃ হুমায়ুন কবীর প্রমুখ।