বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

মদিনাতে আত্মঘাতী বোমা বিস্ফোরণ, নিহত ৫

| প্রকাশিতঃ ৫ জুলাই ২০১৬ | ২:২১ পূর্বাহ্ন

madina_mosqueসৌদি আরবের মদিনাতে মদিনায় মহানবী (সা.) এর মসজিদ হিসেবে খ্যাত মসজিদে নববীর কাছে একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

সোমবার ইফতারের সময় মসজিদের পার্কিং এলাকার প্রধান নিরাপত্তা চৌকিতে এ হামলা হয়। এর আগে সোমবার দেশটির কাতিফ শহরে একটি বিস্ফোরণ হয়। কাতিফ মূলত শিয়া অধ্যুষিত এলাকা।

বিস্ফারণটি একটি শিয়া মসজিদকে লক্ষ্য করেই করা হয়েছিল। হতাহতের খবর পাওয়া যায়নি এই ঘটনা থেকে। একই দিনে জেদ্দাতে মার্কিন কনস্যুলেটের কাছে একজন সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী নিহত হয়। এসব ঘটনার পিছনে কে বা কারা রয়েছে সেটা এখনো পরিষ্কার না।

রয়টার্স বলছে, সৌদি আরবে কয়েক বছরের মধ্যে এই প্রথম বিদেশিদের লক্ষ্য করে জেদ্দায় এই হামলা হয়েছে। তাৎক্ষণিকভাবে কেউ এর দায় স্বীকার করেনি।