শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

অসুস্থ ইউসুফের শয্যাপাশে বিভাগীয় কমিশনার মান্নান

| প্রকাশিতঃ ৮ জানুয়ারী ২০১৮ | ৮:৪২ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রামের রাঙ্গুনিয়া আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অসুস্থ মো. ইউসুফকে দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউ ইউনিটে গেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান।

সোমবার সকাল সাড়ে ১০টায় তিনি হাসপাতালে গিয়ে সাবেক এই সাংসদের সুচিকিৎসার ব্যাপারে চিকিৎসকদের সাথে কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. মো. ফয়সাল ইকবাল চৌধুরী, চমেক আইসিইউ ইউনিটের বিভাগীয় প্রধান ডা. (প্রফেসর) একেএম শামসুল আলমসহ সংশ্লিষ্ট ইউনিটের চিকিৎসাকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, রাঙ্গুনিয়ার সাবেক সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা মো. ইউসুফ গুরুতর অসুস্থ হয়ে পড়ার সংবাদ পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় গত ৭ জানুয়ারি ২০১৮ ইং রোববার তাকে চমেক হাসপাতালের আইসিইউ ইউনিটে ভর্তি করানো হয়।