রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

গুলশানে হামলার ঘটনায় মামলা

| প্রকাশিতঃ ৫ জুলাই ২০১৬ | ২:২৪ পূর্বাহ্ন

dhakaঢাকা: রাজধানীর গুলশানে স্প্যানিস রেস্তোরাঁ হলি আর্টিজানে হামলার ঘটনায় সন্ত্রাস দমন আইনে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলার আসামি করা হয়েছে নিহত পাঁচ জঙ্গি এবং অজ্ঞাত কয়েকজনকে।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে মামলাটি দায়ের করা হয় বলে নিশ্চিত করেছেন পুলিশের গুলশান বিভাগের সহকারী কমিশনার রফিকুল ইসলাম।

এর আগে সোমবার পুলিশের পক্ষ থেকে জানানো হয় এ ঘটনায় মামলা করা হবে। পুলিশ কর্মকর্তারা জানান, মামলার প্রস্তুতি চলছে।

গত শুক্রবার দেশের ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা ঘটে। গুলশান ২ নম্বরের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় একদল অস্ত্রধারী জঙ্গি। প্রায় ১২ ঘণ্টা পর কমান্ডো অভিযান চালিয়ে ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় সশস্ত্রবাহিনী। ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হলেও ২০ জনের লাশ পাওয়া যায় গলাকাটা অবস্থায়। নিহতদের মধ্যে ৯ জন ইতালির, সাতজন জাপানি ও একজন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশি, যাদের মধ্যে একজনের যুক্তরাষ্ট্রেরও নাগরিকত্ব ছিল।