বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

‘টিউবলাইটে’ সালমানের সঙ্গে নেই ক্যাটরিনা

| প্রকাশিতঃ ৫ জুলাই ২০১৬ | ২:৩৩ পূর্বাহ্ন

Katrina Kaifঢাকা: সম্প্রতি বলিউডে গুঞ্জন উঠেছিল পরিচালক কবীর খানের পরবর্তী সিনেমা টিউবলাইটে জুটি বাঁধছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ।

কিন্তু সেই জল্পনা সত্যি নয়। সিনেমাটির প্রডাকশনের টিমের এক সদস্য জানিয়েছেন, টিউবলাইটে থাকছেন না ক্যাটরিনা। অন্য কেনো নায়িকা খোঁজা হচ্ছে। তবে টিউবলাইটের নায়িকা হবেন তা এখনো ঠিক হয়নি।

জুলাই মাসের শেষ সপ্তাহে সিনেমাটির শুটিং হবার কথা রয়েছে। এই ছবিতে সালমানের ভাইয়ের ভূমিকায় অভিনয় করবেন তার ভাই সোহেল। তবে সালমান-ক্যাট জুটিকে দেখা যাবে না বলে কিছুটা হতাশ সিনেপ্রেমীরা।