চট্টগ্রাম: প্রথমবারের মত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পাঁচটি ফ্যাকাল্টি ও তিনটি হলের আহবায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মুঃ খুরশেদুল আলম ও সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহিদ যৌথ স্বাক্ষরে উপরোক্ত কমিটিগুলো অনুমোদন দিয়েছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মোঃ আইনুল হোসেন সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দিপংকর দাশ দিপু-কে আহবায়ক ও জোবায়ের আহম্মেদ-কে সদস্য সচিব করে ব্যবসা প্রশাসন অনুষদের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এইচ.এম শাহজালাল-কে আহবায়ক ও নাজমুস সাকিব ইমন-কে সদস্য সচিব করে সমাজবিজ্ঞান অনুষদের ৩১ সদস্য বিশিষ্ট গঠন করা হয়। মোঃ নাজিম উদ্দিন-কে আহবায়ক ও সালামত উল্লাহ-কে সদস্য সচিব করে কলা অনুষদের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।
এ ছাড়া মোঃ নাজমুল হোসইন-কে আহবায়ক ও আল-আমিন-কে সদস্য সচিব করে বিজ্ঞান অনুষদের ২১ সদস্য বিশিষ্ট ও সাদাব সিফার ইব্বান-কে আহবায়ক ও অহিদুর রহমান-কে সদস্য সচিব করে জীববিজ্ঞান অনুষদের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
মোঃ ওমর ফারুক-কে আহবায়ক ও মোঃ সাদ্দাম হোসেন-কে সদস্য সচিব করে স্যার এফ রহমান হল, ইউসুফ উদ্দিন-কে আহবায়ক ও মোঃ শহীদুল্লাহ-কে সদস্য সচিব করে আলাওল হল, মোঃ নাসিম-কে আহবায়ক ও মোঃ আহসান হাবিব-কে সদস্য সচিব করে শাহ আমানত হলের আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।