রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই পরিবহন শ্রমিকের কারাদণ্ড

| প্রকাশিতঃ ৫ জুলাই ২০১৬ | ৮:৩৮ অপরাহ্ন

mobile courtচট্টগ্রাম: অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই পরিবহন শ্রমিককে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযোগে আরও পাঁচটি দূরপাল্লার যানবাহন পরিচালনাকারী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ফোরকান এলাহি অনুপম অভিযানে নেতৃত্ব দেন।

মঙ্গলবার নগরীর বহদ্দারহাট, অলংকার মোড়ে ও এ কে খান মোড়ে এ অভিযান পরিচালিত হয়।

দণ্ডিত দুই পরিবহন শ্রমিক হলেন- বাঁশখালী পরিবহনের নূরুল হক এবং রোহান পরিবহনের মো.সালাহউদ্দিন। এদের মধ্যে নূরুল হককে ১৪ দিন এবং সালাহউদ্দিনকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত পরিবহন প্রতিষ্ঠানগুলো হচ্ছে জোনাকি পরিবহন, শাহী পরিবহন, স্টার লাইন পরিবহন, হিমালয় পরিবহন এবং শতাব্দী পরিবহন।

এদের মধ্যে জোনাকি, শাহী ও স্টার লাইনকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। হিমালয় পরিবহনের কমিশন কাউণ্টারকে পাঁচ হাজার এবং শতাব্দী পরিবহনের কমিশন কাউণ্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ফোরকান এলাহি বলেন, আদায় করা অতিরিক্ত ভাড়া ফেরত নিয়ে সংশ্লিষ্ট যাত্রীদের হাতে তুলে দেয়া হয়েছে।