আবদুল আউয়াল জনি, লোহাগাড়া : অদম্য ইচ্ছের কাছে হার মানল বয়স। শিশুদের সাথে পরীক্ষা দিয়ে ২৫ বছর বয়সে প্রাথমিক সমাপনী পরিক্ষা পাস করলেন শাহেদ।
তার এই অদম্য ইচ্ছে বাস্তবায়নের সাথী হয়েছিল লোহাগাড়া আইডিয়াল স্কুলের শিক্ষকবৃন্দ। ফলে অপমৃত্যুর হাত থেকে বাচঁল একজন অদম্য মানুষের স্বপ্ন।
শাহেদুল ইসলাম চন্দনাইশ উপজেলার পশ্চিম কেশুয়া গ্রামের ইউনুছ আহমদের সন্তান। ২০১৭ সালে প্রাথমিক সমাপনী (পিএসসি) পরীক্ষায় লোহাগাড়া আইডিয়াল স্কুল থেকে অংশগ্রহণ করে ৩.২৫ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছেন শাহেদ।
শাহেদ লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের জীয়নকাঠি নার্সারিতে কাজ করেন। তার পড়াশুনার আগ্রহ দেখে নার্সারির মালিক আলাউদ্দিন মিয়া তাকে লোহাগাড়া আইডিয়াল স্কুলে ভর্তি করে দেন। প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ার পর বয়স ও মেধা বিবেচনায় পঞ্চম শ্রেণীতে প্রমোশন দেওয়া হয়।
কাজের কারণে নিয়মিত ক্লাস করতে না পারলেও শাহেদ সকালে ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের সাথে অতিরিক্ত ক্লাসে
উপস্থিত থাকত। শুধু দুই ঘণ্টা অতিরিক্ত ক্লাসের পাশাপাশি নিজ আগ্রহ ও চেষ্টায় ২০১৭ সালে অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষায় বি গ্রেড (৩.২৫) পান শাহেদ।
শাহেদ জানান, কাজের পাশাপাশি তিনি পড়াশুনা চালিয়ে যেতে চান। ভাল মানুষ হতে চান। ভবিষ্যতে একজন সফল ও সৎ ব্যবসায়ী হওয়ার ইচ্ছা তার। এজন্য সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন শাহেদ।