রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

প্রণব মুখার্জির আগমন, নিরাপত্তার চাদরে চবি

| প্রকাশিতঃ ১৫ জানুয়ারী ২০১৮ | ১:১৯ অপরাহ্ন

চট্টগ্রাম : মঙ্গলবার (১৬ জানুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।

গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে আইডি কার্ড সাথে নিয়ে ক্যাম্পাসে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

ক্যাম্পাসে এসএসএফ, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ডিটেকটিভ ব্রাঞ্চসহ (ডিবি), সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা মোতায়েন থাকবে।

মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসার পর বেলা ১২টা থেকে আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব হলের মাঠে একটি অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন। সেখানে তাকে ডিলিট ডিগ্রিতে ভূষিত করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

এসব আনুষ্ঠানিকতা শেষে ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রনায়ক মাস্টারদা সূর্যসেন ও প্রীতিলতা ওয়াদ্দেদারের নামে নির্মিত বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হল পরির্দশন কথা রয়েছে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর।