রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

জেএমবি’র সুইসাইড স্কোয়াডের ৩ নারী সদস্য আটক

| প্রকাশিতঃ ৬ জুলাই ২০১৬ | ৪:৩৭ পূর্বাহ্ন

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সুইসাইড স্কোয়াডের তিন নারী সদস্যকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৫ জুলাই) ভোর তিনটায় আটক করলেও কঠোর গোপনীয়তা ও নিরাপত্তার মধ্য দিয়ে তিন নারী সদস্যকে এদিন বিকেলে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করে। পরে ডিবি পুলিশ আটকদের সন্ধ্যায় আদালতে হাজির করে রিমান্ড চাওয়ার জন্য। কিন্তু ঈদের কারণে আদালতের বিচারিক হাকিম অঞ্জন কান্তি দাস তিনজনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আটকতরা হচ্ছেন- রোজিনা বেগম (৩০), সাজিদা আক্তার (২২) ও জান্নাতী ওরফে জেমি (১৮)।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আখেরুজ্জামান জানান, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে গুপ্তহত্যা ও নাশকতার সঙ্গে জড়িত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সুইসাইড স্কোয়াডের তিন নারী সদস্যের একটি দল টাঙ্গাইলে অবস্থান করছে, এমন খবরের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তাদের অবস্থান জানা যায়। পরে গভীর রাতে উপজেলার যোকারচর রেলগেটের পাশের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুইটি চাপাতি, একটি ছোরা, মানুষ জবাই করার জিহাদি ভিডিওচিত্র ও বোমা তৈরির কলাকৌশল লেখা একটি খাতা উদ্ধার করা হয়।