রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

মুশফিক নট আউট ৩০০

| প্রকাশিতঃ ১৯ জানুয়ারী ২০১৮ | ১১:২৩ অপরাহ্ন

ঢাকা : বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৩শ’ ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলতে নেমে এই মাইলফলক স্পর্শ করেন মুশি।

শ্রীলংকার বিপক্ষে ওয়ানডেটি ছিলো মুশফিকুরের ৩শ’তম আন্তর্জাতিক ম্যাচ। বাংলাদেশের জার্সি গায়ে ৫৮টি টেস্ট, ১৮১টি ওয়ানডে ও ৬১টি টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ খেলেছেন মুশি।

মুশফিকুরের পর বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তার ম্যাচ সংখ্যা ২৯৪। তৃতীয় সর্বোচ্চ ২৯১টি ম্যাচে অংশ নেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। দেশের হয়ে তিন ফরম্যাটে তার ম্যাচ ২৮৪টি।