রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চবিতে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ২

| প্রকাশিতঃ ২১ জানুয়ারী ২০১৮ | ৯:২০ পূর্বাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ আমানত হলের সামনে ছাত্রলীগের দুই পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ায় দুইজন আহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে জানান হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর।

আহতরা হলেন-বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শফিকুল আলম মিরাজ ও লিটন রায়। এদের মধ্যে মিরাজ শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইন এবং লিটন সিএফসির অনুসারী।

ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুপুরে দুইপক্ষের মধ্যে বাগ-বিতণ্ডা হয়। এর এক পর্যায়ে পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাওনকে চড় মারেন প্রতিপক্ষের একজন। ওই ঘটনার জের ধরে রাতে উভয়পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় ইটের আঘাতে দুজন আহন হয়। তাদেরকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে। রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।