রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

প্রথম টেস্ট খেলবেন না সাকিব

| প্রকাশিতঃ ২৭ জানুয়ারী ২০১৮ | ১০:৩৯ অপরাহ্ন

ঢাকা: হাতের আঙুলে চোট পাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে পারবেন না সাকিব আল হাসান। শনিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিং করতে গিয়ে বাঁহাতের আঙুলে চোট পান সাকিব। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয় এক্সরে করার জন্য। পরে ক্ষতস্থানে সেলাই দেয়া হয়। যেকারণে গুরুত্বপূর্ণ এ ম্যাচে ব্যাটিং করতে পারেননি তিনি।

বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, এক্স-রেতে সাকিবের হাতে কোনো ফ্রাকচার পাওয়া যায়নি। তবে বাঁহাতের কনিষ্ঠ আঙুল মচকে গেছে। আগামী অন্তত এক সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হবে। ফলে লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারবেন না অধিনায়ক সাকিব আল হাসান।

আগামী ৩১ জানুয়ারি থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে চট্টগ্রামে। ৮ ফেব্রুয়ারি থেকে মিরপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট।